Directory

উইকিপিডিয়া:চাঘর - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:চাঘর

আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ১ মাস আগে "মডেল এর নাম বাংলা রাখব না ইংরেজী?" অনুচ্ছেদে
উপরে চলুন
নিচে চলুন

সাম্প্রতিক আর্কাইভ


জীবনী এড করার বিষয় জিজ্ঞেস।

[সম্পাদনা]

আমি আইনুল হক।আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া কয়েকটি ওয়েবসাইটে লেখালেখি কর। রকমারি ডট কম এ আইনুল হক লিখে সার্চ দিলে দেখতে পাবেন। এছাড়া গুগল সার্চবারে আইনুল হকের কবিতা লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটের লেখা দেখতে পাবেন। উইকিপিডিয়ায় আমার জীবনী অ্যাড করতে আর কি অর্জন করা প্রয়োজন। দয়া করে জানালে।চির কৃতজ্ঞ থাকবো। — 2401:1900:1095:EE7B:0:0:0:1 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

জীবনী সংশ্লিষ্ট নিবন্ধের ক্ষেত্রে যে ব্যক্তিকে নিয়ে নিবন্ধ লেখা হবে তাঁর কর্ম ও অন্যান্য জীবনবৃত্তান্ত তাৎপর্যপূর্ণ, যথেষ্ট আকর্ষনীয় এবং সর্বোপরি, বিশ্বকোষে স্থান পাওয়ার জন্য অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে। আপনার অবগতির জন্য এই WP:লেখক মানদণ্ড দেখুন। ~মহীন (আলাপ) ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মডেল এর নাম বাংলা রাখব না ইংরেজী?

[সম্পাদনা]

অনেক সময়ই অনুবাদের কাজ করার সময় আমাদের সামনে বিভিন্ন গাড়ি,ঘড়ি সহ অনেক কিছুর মডেল এর নাম থাকে। সেগুলো সব কি বাংলা করে লিখব? এক্ষেত্রে আমরা যাদের জন্য লিখছি তাদের অসুবিধা হতে পারে মডেলের নাম ভিন্ন করে লিখলে। কী করা উচিত? Hasnat Abdullah (আলাপ) ১৩:০৪, ২০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Hasnat Abdullah চাঘর কি আর আগের মতো আমেজে রয়েছে? যাইহোক, এই ধরণের ঝগড়া বা আলোচনা বোধকরি আজকাল উইকিপিডিয়ানরা পরিভাষা আলোচনাসভায় করে থাকেন। আমার ব্যক্তিগত মত হচ্ছে, প্রতিবর্ণীকরণ করা ও বর্ণগুলির উচ্চারণ লেখা, সংখ্যাগুলি অনুবাদ করা; যেমন- X1, xY23 এর অনুবাদ যথাক্রমে এক্স১, এক্সওয়াই২৩ রাখা। এতোটুক করলাম, একদিন চায়ের নেমন্তন্ন তো পেতেই পারি! ―  ☪  কাপুদান পাশা () ১৯:৩৫, ২১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন